lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu zahid rahman – godhuli aloy 2

Loading...

হয়ত আমি সেদিন রবনা এ ধরায়
করবেনা কেউ স্মরণ, তুমি ছাড়া এ আমায়
রব আমি বহুদূর পাবেনা আমায় পাশে

যত দূরে আমি যাই রব তোমারই মাঝে
স্মৃতির জানালা ধরে দেখা হবে গোধুলী সাঁঝে
আমার হৃদয় জুড়ে ছিলে তুমি আছো রবে

it’s time to say i’ve no way
i need you tonight baybe
i love you like fire
if you call me i’ll there
i’m saying from my heart baybe
coz of you i’m still breathing
but it can’t be showin
baybe don’t leave me again

তোমারই স্পর্শে আজ জেগেছে মনে শিহরণ
আসলে কাছে তুমি করে নেব তোমায় আপন
ভালোবাসি তোমাকে বলেছি বহু আগে
এসোনা দূরে থেকোনা কাছে পেতে চাই তোমাকে
মনের মাঝারে তুমি মিশে আছো ছিলে রবে
আমার কবিতা জুড়ে তবু তুমি কেন দূরে


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...