lirik lagu tamal hadiul - obosthan (cover)
Loading...
তুমি সাইকেল চালানো শিখবে তাই
আমি আজও সাইকেলে ঘুরে বেড়াই
শুধু ছলনায় তোমার ছোঁয়া মেলেনা
তুমি কবিতাগুলো পড়বে তাই
আমি আজও রাত জেগে ছন্দ সাজাই
রাত শেষে শুধু ভোর ফিরে আসে না
আমি তোমাকে বুঝিয়ে দেবোই তাই
ব্যাগে আজও রাখি ফিজিক্স বই
শুধু তুমি নেই তাই বইটা খুলি না
তুমি ছুঁড়ে ফেলে দিবে এই ভয়ে
আমি সিগারেট আজও লুকিয়ে শুধু
এখনতো কেউ বারণ আর করে না
তুমি এতো সহজে ভুলতে পারো
অন্য কাউকে জড়িয়ে ধরো
আমি কেনো শুধু ভুলে যেতে পারিনা?
আজ অবাক লাগে তোমায় দেখে
আমায় আজ তোমার অচেনা লাগে
এতো ভালো অভিনয় কেনো জানিনা?
Lirik lagu lainnya:
- lirik lagu sabah salum - hodhi la mahaba
- lirik lagu los pikadientes de caborca - te juro que te amo
- lirik lagu angham - hatoul lrabena eh | هتقول لربنا ايه
- lirik lagu mohombi - infinity (french version)
- lirik lagu ashli willow - maniac
- lirik lagu rosendale - just want somebody to hold me
- lirik lagu matthew west - kingdom things
- lirik lagu hammertowne - bad tom smith
- lirik lagu время спать (time to sleep) - with a thin thread
- lirik lagu los pikadientes de caborca - esos lindos ojitos azules