lirik lagu arnob - dhaka ratey
Loading...
শহর জুড়ে রাত্রি আসে নিয়নে
চাঁদের চিঠি ভুল ঘরে দেয় পিয়নে
অনেক দূরে কমলাপুরে ট্রেনের বাঁশি
বাস ডিপোতে বৃদ্ধ বাসের হঠাৎ কাশি
শহর জুড়ে রাত্রি আসে নিয়নে
চাঁদের চিঠি ভুল ঘরে দেয় পিয়নে
অনেক দূরে কমলাপুরে ট্রেনের বাঁশি
বাস ডিপোতে বৃদ্ধ বাসের হঠাৎ কাশি
নিঝুম শহর কারফিউ দেয় পাহারা
শহরটা কি মরুভূমি সাহারা
নিঝুম শহর কারফিউ দেয় পাহারা
শহরটা কি মরুভূমি সাহারা
ছোট্ট খোকা স্বপ্ন বোনে কোন খেয়ালে
কী যেন কী হচ্ছে লেখা দেওয়ালে
ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে
ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে
ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে
ঘুমায় পাড়া, প্রাণের সাড়া বিহনে
মরণকাঠি শরীর ছোঁয়া জীয়নে
Lirik lagu lainnya:
- lirik lagu king.kid - the race
- lirik lagu moonblood - kingdom under funeral skies
- lirik lagu prince and the revolution - take me with u (7" single edit)
- lirik lagu mike white - m j fox
- lirik lagu lartiste - maroc express
- lirik lagu whole foods kids - fuck it, we vibe
- lirik lagu anju panta - mai ramri huna
- lirik lagu do not use in empty fields - close to ya-underswap papyrus
- lirik lagu gorgon - path of doom
- lirik lagu uale - vetri rotti