lirik lagu zaki aman & poonam rahman - porinoti
তোমাকে দেখে প্রথম ভাবনাগুলো ছিলো
বেসামাল এক ঝড়ের মত!
আমার চেতনা জুড়ে এক আলোড়ন শেষে
যখন মন শান্ত হলো!
পরিনতি ভেবেছি একটাই…
যেভাবে হোক তোমাকেই চাই!
আর কেউ নয়, আমি যেন পাই,
পেলে আর না হারাই!
তোমাকে দেখে প্রথম ভাবনাগুলো ছিলো
বেসামাল এক ঝড়ের মত!
আমার চেতনা জুড়ে এক আলোড়ন শেষে
যখন মন শান্ত হলো!
পরিনতি ভেবেছি একটাই…
যেভাবে হোক তোমাকেই চাই!
আর কেউ নয়, আমি যেন পাই,
পেলে আর না হারাই!
পরিনতি ভেবেছি একটাই
যেভাবে হোক তোমাকেই চাই!
আর কেউ নয়, আমি যেন পাই,
পেলে আর না হারাই!!
এরপর যতবার দেখা হয়েছে
কিছু হয় নি বলা তোমাকে।
ভেবেছি কেমন হবে বদলে গেলে
তোমার পৃথিবী, যখন জানবে!
নিঃশ্বাসে ধরে রাখি আশা তোমাকে আমার,
বিশ্বাসে বেঁধে রাখি স্বপ্ন, ভালোবাসার
একটু কাছে আসার, একসাথে ঘর বাঁধার!
পরিনতি ভেবেছি একটাই…
যেভাবে হোক তোমাকেই চাই!
আর কেউ নয়, আমি যেন পাই,
পেলে আর না হারাই!
পরিনতি ভেবেছি একটাই…
যেভাবে হোক তোমাকেই চাই!
আর কেউ নয়, আমি যেন পাই,
পেলে আর না হারাই!
– আইভান
Lirik lagu lainnya:
- lirik lagu splendora - breeze
- lirik lagu ali aiman feat. talitha tan - cover you
- lirik lagu nina y sebastian - imposible
- lirik lagu mokoma - acoustic
- lirik lagu saie saie - bones
- lirik lagu p double - for the love 2.0
- lirik lagu years end - little elliot drive
- lirik lagu tradiken - asceta
- lirik lagu chris miles - let's be friends
- lirik lagu fox & tiger - the citadel