lirik lagu xxtalksick - kranti (remix)
kranti (remix) lyrics
[hook]
সবাই একসাথে, লাগে না ভয়
চেক আমার হাতে, তোর মেট হয়
গাইতে চাই আমি, করে ফেলি র্যাপ
তবু তোর থেকে ভালো আমি লিখি দেখ
[verse]
দূরদর্শী না তবে দূরের স্বপ্ন দেখি
এক একটা গানে আমি নিজের গল্প লিখি
আজ নেই খবর কিন্ত কাল পাবি খবরে
পরশু লাইভে আমি, তারপর কবরে
হবো রে আমি নিজেকে স্বপ্নে দেখি যেমন
সবার থেকে আলাদা, হতে চাই না common
lyrically criminal আসতে চলেছে শমন
ভালো কাজ করি খারাপ ভাবে আমি যেন venom
সত্যি বলি সবসময়, মিথ্যা যায় আসে না
সত্যি কথা কড়া তাই কেউ সাথে থাকে না
জীবন না এটা ভাই, এটা এখন যুদ্ধ
শান্তি চায় না কেউ, not even গৌতম বুদ্ধ
লড়াই পরিস্থিতির সাথে, সমাজের সাথে লড়াই
রাজনীতির নামে খুন খারাপ করে ভাই ভাই
কলম আমার হাতে, তাই আমি চাই না তলোয়ার
যেন আমি nizam rabby কারন আমার শান্তি চাই
প্রতি পদে এ বাধা, দেখে শুনে নিতে হবে স্টেপ
ব্যর্থ এই রাজা এখনই হবে চেক মেট
হাতে death note, লিখি তার শেষ দিন
হবি দিশেহারা যেন rape victim
বয়স ছিল ষোলো তখন থেকেই আমি স্বাধীন
ছিলাম 17 যখন শুরু করি grinding
লেখাগুলো বেরোয় মন আর মাথা থেকে
গান টা শেষ হবে কিন্তু hustle never ending
[hook]
সবাই একসাথে, লাগে না ভয়
চেক আমার হাতে, তোর মেট হয়
গাইতে চাই আমি, করে ফেলি র্যাপ
তবু তোর থেকে ভালো আমি লিখি দেখ
[outro]
seedhe maut, smoke তারপর এখন talksick
one by one gang rape করি এই beat
বাল ছেড় তুই বাপের টাকায় ktm নিয়ে
আমি আমার গান দিয়ে করি gang bang b~tch
Lirik lagu lainnya:
- lirik lagu vita alvia - ditinggal pas sayang sayange
- lirik lagu zxcursed - killua
- lirik lagu tom jones - something for your head
- lirik lagu u2 - stay (underdog mix)
- lirik lagu glaiza de castro - barcelona
- lirik lagu платибой (platik300) - jugg anthem
- lirik lagu kovalsky - keep distance
- lirik lagu gretchen and the pickpockets - swimmin' in the sea
- lirik lagu sabertooth swing - what about this
- lirik lagu kero kero bonito - my party (bo en remix)