lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu wishtree - bristi elei

Loading...

শ্রাবণের ভেজা ভেজা দিন
মেঘাকাশ হয় না রঙ্গিন ।
ঝরছে বৃষ্টি সারাদিন, ফোটায় ফোটায়।

কেউ রাখেনা কারো কথা
কেউ শোনে না কারো বারণ
কারণে~অকারণে ভাঙ্গন দেখে যায়
বৃষ্টি এলেই
জানালা ধরে।।।

তুমি তো ফিরতে পারোনি
আমারই আকাশে বৃষ্টি ।
সন্ধ্যা তারারা বলে যায়
বৃষ্টি এলেই
ঘরে ফিরে আয়।

চুপি চুপি কিছু কিছু মেঘ
জমা থাকে, মন আকাশ কালো হয়ে যায় ।
পিছু পিছু হেটে হেঁটে কতদূর যাই
পথে পথে বৃষ্টি নামলে দাঁড়াই ।

তুমি কি কখনো দেখোনি
শ্রাবণের এই কাহিনী ।
ফুলেরা আজ কত গান গায়
বৃষ্টি এলেই, বৃষ্টি এলেই।
তুমিতো লুকাতে পারোনি
জল চোখে মায়াবী হাসি ।
দেখেছি কাজল গলে যায়
চোখে দূর থেকে, দূর দূর থেকে।

নড়বড়ে বেঁচে আছি রোজ
তবুও কেন নেয়না কখনো কেউ খোঁজ
আধ খাওয়া সিগারেট এ ঠোঁটে রেখে ঠাঁই
কোথায় দাঁড়াই বৃষ্টি এলে
কোথায় হারাই বৃষ্টি এলে
কোথায় লুকাই বৃষ্টি এলে
বৃষ্টি এলেই (×৩)

আমি তো দাঁড়িয়ে থেকেছি
দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজেছি ।
ভিজে ভিজে এসে গেল জ্বর ।
রাখলে না তুমি তার যে খবর।

জ্বরের কথা তাই থাক ।
আমায় দেখতে আসোনি ।
আমি যে পুড়েছি রাত~দিন
জ্বরের ঘোরে, 104 এ ।

আসছে বছর বৃষ্টি ।
তুমিও এসো , আমারই মত ভিজে ।
ভিজা চুলে লাগবে তোমায় দারুন
বৃষ্টি এলেই ।
এমনই কত শত গান
শোনানো বাকি, কবিতারা জলে ভিজে যায় ।
পড়া পথে তুমি এলে দাঁড়াবো কোথায়
বৃষ্টি এলেই (×৩)


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...