lirik lagu whysir aka sayak - namastasyai (mukti)
[chorus]
জ্বলে পুড়ে ছাই হওয়ার আগে মুক্তি
খুঁজে পাওয়ার আগে চোখ খুলে পুড়ছি এই জীবনে
আর দূরবীনে কী হবে চোখ বুজে
ভিতরের দুনিয়ায় ডুব দিই আমি
পড়ে গেলে উঠে দাঁড়ালেই মুক্তি
সেটা ছাড়া কোনো জানা নেই যুক্তি
এই জীবনের দূরবীনে কী হবে চোখ বুজে
ভিতরের দুনিয়ায় ডুব দিই আমি
[verse]
হাওয়া টা গরম, পাড়াতে hit
তবু নেই রাস্তায় paramedics
আট আনার মলমে হবে না fix
চার দেওয়ালের বাইরে দেখ academy
এখানে শিখবি জীবন, হ্যাঁ, ব্যাগে নেই বই, ব্যাগে machine
এলাকা বিশ্রী ভয়ঙ্কর, এই battle~এ সব একা নিয়ে risk
কেউ তাড়া দেয়, কেউ তাড়া খায়
কেউ তারকা, কেউ তারা হয়
মানে শিরোনাম সবার বাসা হয়
কেউ superstar, কেউ মারা যায়
league~এ justice নেই, সব daredevil
তবু আইন এর চোখ বাধা হয়ে
বেশি বুঝে গেলে চোখ বুজে যায়
বেশি খুঁজে পেলে চোখ গালা হয়
আপনা বুঝ ব্যাটা পাগলও বোঝে
তাই মুখ খোলার আগে বাড়া দশবার ভাব
সব এলাকা সালা সমান নয়
কোথাও সরকারই চায় সালা নকশাল রাজ
কপালে লেখা কার শেষ রাত কবে
nothing is personal, সব লোকসান~লাভ
চার দেওয়ালের বাইরে দেখ নিয়মটা আলাদা
তাই শেষ রাতে কোনো ব্যাটা ওস্তাদ না
[chorus]
জ্বলে পুড়ে ছাই হওয়ার আগে মুক্তি
খুঁজে পাওয়ার আগে চোখ খুলে পুড়ছি এই জীবনে
আর দূরবীনে কী হবে চোখ বুজে
ভিতরের দুনিয়ায় ডুব দিই আমি
পড়ে গেলে উঠে দাঁড়ালেই মুক্তি
সেটা ছাড়া কোনো জানা নেই যুক্তি
এই জীবনের দূরবীনে কী হবে চোখ বুজে
ভিতরের দুনিয়ায় ডুব দিই আমি
[outro]
তো বাঁচাবে কে তোকে?
আজ রাতে বাঁচাবে কে তোকে? তো বাঁচাবে কে?
চার দেওয়ালের বাইরে আর বাঁচাবে কে তোকে?
তো বাঁচাবে কে তোকে? এই রাস্তাতে বাঁচাবে কে তোকে?
তোর বাবা বা দাদার হাত অকেজো এখানে আজ
তো বাঁচাবে কে তোকে?
Lirik lagu lainnya:
- lirik lagu j got it - wtf u did
- lirik lagu 732 bardier - out the way
- lirik lagu sameer ahmad - ras el hanout
- lirik lagu formula - не забыть. (don't forget.)
- lirik lagu mutoid man - sacriledge
- lirik lagu creative mind frame (1-up) - phantasy stars
- lirik lagu полумягкие (polumyagkie) - диалоги (dialogues)
- lirik lagu stony - this is me (feat. jah cure)
- lirik lagu sheff g - these thoughts
- lirik lagu davichi (다비치) - 품 (embrace)