lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu whysir aka sayak, knawck & deymon - c'est la vie

Loading...

[chorus]
c’est la vie, c’est la v ie (yeah)
কে লোভী, কে লোভী (হাঁ?)
ছেড়ে দিই, ছেড়ে দিই? (না, না!)
কেড়ে নিই, কেড়ে নিই (হাঁ!)
c’est la vie, c’est la vie (yeah)
কে লোভী, কে লোভী (হাঁ?)
ছেড়ে দিই, ছেড়ে দিই? (না, না!)
কেড়ে নিই, কেড়ে নিই (হাঁ!)

[verse 1]
জীবনে balance নেই সব বেসামাল
হ্যাঁ balance~এর খোঁজে হয়ে বেশ্যা মাল
এখানে talented মানে যে সেয়ানা
আর সামাজিক challenge~এর ফাঁদে পড়িয়া সব কান্দে, আহা বেচারা, কেউ বেকার না, তবু সব্বার মুখ বাংলা পাঁচ কেন তাও বল? (কেন?)
পিঠ পিছে কথা বলে গাধার গাঁড়েতে
সব চোখ তুলে তাকানোর নেই বড় এক ফোটা দম
back to the form আমি
তোরা বাঁড়া back to pavilion হাঁটিস
back up লাগে না বাঁড়া back এত strong তোরা kylian হলে cilian আমি, হ্যাঁ mafioso
তফাৎ একটাই তোমরা বাপি খোঁজো and i fly solo
জীবন চালাস দেখিয়ে party logo
খাবি চোদন, কাজে তে অষ্টরম্ভ্রা তবু তালি খোঁজো
মা কালির দিব্বি চলবে না এভাবে মারি আমি entry
বাঙালি 50 cent করি আমি বাঙালি দৃষ্টি change
talent মেরে কোনো লাভ হবে না শুধু confidence~এ বাঁড়া জিতবি game
হ্যাঁ আবার বলি শুধু confidence~এ বাঁড়া history made
[chorus]
c’est la vie, c’est la vie (yeah)
কে লোভী, কে লোভী (হাঁ?)
ছেড়ে দিই, ছেড়ে দিই? (না, না!)
কেড়ে নিই, কেড়ে নিই (হাঁ!)
c’est la vie, c’est la vie (yeah)
কে লোভী, কে লোভী (হাঁ?)
ছেড়ে দিই, ছেড়ে দিই? (না, না!)
কেড়ে নিই, কেড়ে নিই (হাঁ!)

[verse 2]
তুই জানে রাখ মন্ত্রটা
হ্যাঁ c’est la vie মানে জয় করি পর্বত আর
হ্যাঁ ভয় পেলে সর্বনাশ
বল তাগিদ না ঘুম তোকে কে দেখায় স্বপ্নটা?
হ্যাঁ ভুক পেট এ ঘুম আসে না (দূর দূর দূর)
দূর যেতে গুণ লাগে না
লাগে ইচ্ছাজি আছে বিশ্বাস মনে বাম বাম বাম ভোলেনাথ
ঘাম ঝরে যাক সাথে পড়বে রক্ত, এই যন্ত্রণাতে দেহ জ্বলবে বড্ড
তবে, যত বড় ঢেউ তত হাতটা শক্ত, কারণ ছেড়ে দিলে হাল পাবে আত্মা কষ্ট
এই অভিযানে আমি বাঁড়া একাই একশো, কারণ অতি সন্ন্যাসী করে যাত্রা নষ্ট
না সঠিক বলতে এই অভিযানে একা নই, বন্ধু সাথে চারটে karamazov bros

[pre~chorus]
c’est la vie, c’est la vie
কে লোভী, কে লোভী
ছেড়ে দিই, ছেড়ে দিই?
কেড়ে নিই, কেড়ে নিই
c’est la vie, c’est la vie
কে লোভী, কে লোভী
ছেড়ে দিই, ছেড়ে দিই?
কেড়ে নিই, কেড়ে নিই
[chorus]
c’est la vie, c’est la vie (yeah)
কে লোভী, কে লোভী (হাঁ?)
ছেড়ে দিই, ছেড়ে দিই? (না, না!)
কেড়ে নিই, কেড়ে নিই (হাঁ!)
c’est la vie, c’est la vie (yeah)
কে লোভী, কে লোভী (হাঁ?)
ছেড়ে দিই, ছেড়ে দিই? (না, না!)
কেড়ে নিই, কেড়ে নিই (হাঁ!)


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...