lirik lagu warfaze - otit
Loading...
সন্ধ্যার আলোয় খুঁজে ফিরি
তোমার আমার স্মৃতিগুলি
মুছে যাওয়া গানের কথাগুলি
আমি খুঁজে ফিরি, স্মৃতিগুলি
কী করে হাঁটবো বলো নদী তীরে একা?
কী করে আমি ভাববো বলো
নতুন কোন গান?
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে সেই দিনগুলি
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে
বৃষ্টি ঝরলে মনে পড়ে
তাকিয়ে রইতে অবাক চোখে
এখন আমি ঝড়ের রাতে
খুঁজে ফিরি যদি নূপুর বাজে
কী করে হাঁটবো বলো নদী তীরে একা?
কী করে আমি ভাববো বলো
নতুন কোন গান?
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে সেই দিনগুলি
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে, তুমি আমি নদী তীরে
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে সেই দিনগুলি
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে, তুমি আমি নদী তীরে
মনে পড়ে
Lirik lagu lainnya:
- lirik lagu farscape - assassin
- lirik lagu charlie peacock - monkeys at the zoo
- lirik lagu yutsuu - regret
- lirik lagu fatih kısaparmak - ölümüne sevda
- lirik lagu yanchan - my name
- lirik lagu nubeluz - yo tengo la magia
- lirik lagu tbpressure - katana
- lirik lagu bvnk - andale!
- lirik lagu chewie - ctrl z
- lirik lagu kaisa - youth 187 (kruppstahl remix)