lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu warfaze - otit

Loading...

সন্ধ্যার আলোয় খুঁজে ফিরি
তোমার আমার স্মৃতিগুলি
মুছে যাওয়া গানের কথাগুলি
আমি খুঁজে ফিরি, স্মৃতিগুলি

কী করে হাঁটবো বলো নদী তীরে একা?
কী করে আমি ভাববো বলো
নতুন কোন গান?

মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে সেই দিনগুলি
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে

বৃষ্টি ঝরলে মনে পড়ে
তাকিয়ে রইতে অবাক চোখে
এখন আমি ঝড়ের রাতে
খুঁজে ফিরি যদি নূপুর বাজে

কী করে হাঁটবো বলো নদী তীরে একা?
কী করে আমি ভাববো বলো
নতুন কোন গান?

মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে সেই দিনগুলি
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে
মনে পড়ে, তুমি আমি নদী তীরে
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে

মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে সেই দিনগুলি
মনে পড়ে, মনে পড়ে
মনে পড়ে

মনে পড়ে, তুমি আমি নদী তীরে
মনে পড়ে


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...