lirik lagu warfaze - mounota
নীরবে একা একা বসে থাকি আমি যখন
তোমারই ছবি ভাসে যে সারাক্ষণ, সারাক্ষণ
এ মনে সারাক্ষণ
নিরবে একা একা বসে থাকি আমি যখন
তোমারই ছবি ভাসে যে সারাক্ষণ, সারাক্ষণ
এ মনে সারাক্ষণ
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোনো দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোনো দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন
তোমাকে নিয়ে ছিলো সব আয়োজন, আয়োজন
এ সব আয়োজন
অনন্ত বিস্ময়ে তোমাকে শুধু ভাবি যখন
তোমাকে নিয়ে ছিলো সব আয়োজন, আয়োজন
এ সব আয়োজন
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
মৌনতা আছে দীর্ঘশ্বাসের আড়ালে হৃদয়ে
তবু নেই তো কোন দুঃখ এ মনে
স্মৃতি, আজ শুধু স্মৃতির কবিতা তুমি হৃদয়ে
অন্তরে আছো শুধু স্মৃতি হয়ে
Lirik lagu lainnya:
- lirik lagu lauren waller - best coast
- lirik lagu international harvester - the runcorn report on western progress
- lirik lagu joejet - i know i know
- lirik lagu louis dee - sei tu
- lirik lagu jay-rah - the process (prelude)
- lirik lagu park ji hoon - paradise
- lirik lagu kuma - hard times
- lirik lagu slykooper - tats on my face
- lirik lagu awon & phoniks - for your love
- lirik lagu fvlcrvm - bad blood