lirik lagu warfaze - moharaj
সমাজ শিখরে আজ তুমি কি একা
রিক্ত কামনায় অহমের মায়াজালে
সকল ভালোবাসা পদদলিত করে
মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে
সমাজ শিখরে আজ তুমি কি একা
রিক্ত কামনায় অহমের মায়াজালে
সকল ভালোবাসা পদদলিত করে
মানবতার যত বন্ধন ছিঁড়ে ফেলে
ক্ষমতার নিয়মের দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পড়ে মনে
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে
প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে
হে মহারাজ
তোমার দু’পাশে মিথ্যে গুণগ্রাহী
দেবে কি বাঁধার আশা জনতার এ মিলনে
তবে কি জনগন আজ পথের কাঁটা
যারা তোমায় ভালোবেসেছে মনে প্রাণে
ক্ষমতার নিয়মের দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পরে মনে
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে
প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে
হে মহারাজ
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে
প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে
হে মহারাজ
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছো ফেলে
প্রাণের জোয়ার আছে জনতার এ ভুবনে
হে মহারাজ
হে মহারাজ!
Lirik lagu lainnya:
- lirik lagu mark my way - under the thumb
- lirik lagu lil flan$ - link
- lirik lagu black painted moon - selfish friend
- lirik lagu raphaelg - make me
- lirik lagu régio primata - fim dos tempos (ao vivo)
- lirik lagu medhane - truth & soul
- lirik lagu baltimore - no hay vuelta atrás
- lirik lagu asp - dro[eh|nen aus dem rostigen kellerherzen
- lirik lagu juzao - abismo
- lirik lagu alireza dtr - noke partgah