lirik lagu warfaze - jibon amar
Loading...
জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার
জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার
প্রতিদিন আমার মনে পড়ে তোমার অতীত স্মৃতিগুলো
ভালোবাসা মনে আশা ছিলো কেন এমন হলো
তোমাকে ভেবে মন আমার উদাস হতে চায়
চলে গেলে কোথায়, কোন দূর অজানায়?
জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার
স্বপন নেই চোখে
আশা নেই বুকে
ভেঙ্গে গেল ঝড়ে
আবেগ নেই মনে
শুধু তোমায় পড়ে আমার মনে
ব্যাথারই স্রোতে মন আমার হারাতে যে চায়
চলে গেলে কোথায়, কোন দূর অজানায়?
জীবন আমার বড় বদলে গেছে
তুমি কোথায় আছো কেমন
আশা ছিল তোমাকে পাবার
তুমি ছিলে হৃদয়ে আমার
Lirik lagu lainnya:
- lirik lagu ultimativ rot - cosmic waves
- lirik lagu dehumanaut - judgement reigns
- lirik lagu tom jackson - memories
- lirik lagu indigo girls - howl at the moon
- lirik lagu michael dean - trvp
- lirik lagu jay sanon - nobody
- lirik lagu mitch salisbury - potent love
- lirik lagu jacky x - soul for sale
- lirik lagu until we get caught - fading out
- lirik lagu sam mangubat feat. kikx - hindi na nga