lirik lagu vibe - chena jogot
Loading...
আমার চেতনার যত উদ্ধৃতি
চেনা সত্তার কত আকৃতি
সবই আবছা আলেয়ার
অজানা ভাষার আলোর মায়া
চেনা পৃথিবীর ম্লান আলোতে
দেখা স্বপ্নের ছাপ খুঁজি
নীলিমায় হারিয়ে যাই
ব্যর্থতার গ্লানির অট্টহাসি
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙ্ক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া
অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনা
আপন চিন্তার রহস্যময় আয়নাতে
[guitar]
চিরচেনা যে আমার এই জগৎ
দাঁড়িয়ে বলে পরিহাসে
আমাকে জানা না জানার ভুল প্রয়াসে
হারাবে মহাকালে
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙ্ক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়ায়
[guitar]
এত চেনা জগৎ, সকল স্মৃতির পঙ্ক্তিমালা
সবই রয়ে যায় অদেখা
সবই আবছা কাঁচে ঝাপসা আলোর মায়া
অপরিষ্কার এই উদ্দাম মাতাল চেতনায়
Lirik lagu lainnya:
- lirik lagu alex wall - vértigo
- lirik lagu ъэхо двора (teotc) - благоухай (smell sweet)
- lirik lagu trance to the sun - purple mushroom house
- lirik lagu mcgwire - ticking time bomb
- lirik lagu spacehmm - один среди акул
- lirik lagu derusz - and even now.
- lirik lagu micro-ice - codein tearz
- lirik lagu arshiashi - ha ha! (@
- lirik lagu metox - не вините небеса (don't blame the heavens)
- lirik lagu wünjo - dtg