lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu vibe - amar shongbidhan

Loading...

চিনিয়ে আমার এই ক্ষুদ্র অধিকার
নষ্ট সমাজের এই অপ-প্রচার
জিগাংসার আলেয়ায় চাওয়া পাওয়ারা
খুজে ফেরে আমার বিলুপ্ত হাহাকার

আমার অধিকার নিয়ে

এখানে যুদ্ধের বাধঁ
ভেঙে রচিত হবে
আমার সংবিধান

চেতনায় আমার এই পরজিবি রাগ
অপেক্ষায় অসহায়, অচল, নিথর
সময়ের সাথে যে তপ্ত উন্মাদোনায়
প্রতিয়মান জিগাংসার মুর্ত অর্ক

আমার অধিকার নিয়ে

এখানে যুদ্ধের বাধঁ
ভেঙে রচিত হবে
আমার সংবিধান

আমাদের প্রতিটি কোষের ভেতরে
জ্বলে পুড়ছে অধিকার প্রানের অংগার
পরশক্তির অপসৃষ্টির এই বাধঁ
ভেঙে দেয় যে মুক্তির আশাঁয়

সকল চেতনার ছায়াঁর শরীরে
বিবেকের আলোতে উজ্জ্বল প্রতীক
প্রতীয়মান শক্তিমান দানব হায়না
নিরংকুষ দুর্নীতিতে বিবেক ক্ষয়না

আমার অধিকার নিয়ে

এখানে যুদ্ধের বাধঁ
ভেঙে রচিত হবে
আমার সংবিধান

ও আহ আহ আহ আহ আহ.
আমাদের প্রতিটি কোষের ভেতরে
জ্বলে পুড়ছে অধিকার প্রানের অংগার
পরশক্তির অপসৃষ্টির এই বাধঁ
ভেঙে দেয় যে মুক্তির আশাঁয়

আমাদের প্রতিটি কোষের ভেতরে

জ্বলে পুড়ছে অধিকার প্রানের অংগার

পরশক্তির অপসৃষ্টির এই বাধঁ

ভেঙে দেয় যে মুক্তির

আশাঁয়—————————–

আমাদের প্রতিটি কোষের ভেতরে
জ্বলে পুড়ছে অধিকার প্রানের অংগার
পরশক্তির অপসৃষ্টির এই বাধঁ
ভেঙে দেয় যে মুক্তির আশাঁয়
আমাদের প্রতিটি কোষের ভেতরে
জ্বলে পুড়ছে অধিকার প্রানের অংগার
পরশক্তির অপসৃষ্টির এই বাধঁ
ভেঙে দেয় যে মুক্তির
আশাঁয়————

posted by romesh


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...