
lirik lagu vibe (bgd) - shesher opashe
Loading...
[instrumental intro]
[verse 1]
সকল রঙের অলীক স্পর্শ
সব দেখার অন্তিম প্রতিফলন
সব আকৃতির শেষ রূপে
জানা~অজানার অপরিণত সুর
জীবন শিখার আলোতে
বিকিয়ে দেওয়া সত্তার শেষ
[chorus]
রাতের আঁধার সকল প্রশ্নের জড়তা সব অজানা
নিজেকে জানার আশাতে
সকল প্রশ্নের রূপকার সবই শেষের ওপাশে
[instrumental break]
[verse 2]
নিজ পৃথিবীর মলিনতা
আশ্রয় নেয় যার মাঝে
সকল অচেনার ভরা দুপুর
নুয়ে পড়ে যে তার সাজে
জীবন লেখার স্মারকে
শেষ অধ্যায়ের রচনাতে
[chorus]
রাতের আঁধার সকল প্রশ্নের জড়তা সব অজানা
নিজেকে জানার আশাতে
শেষের ওপাশে সকল প্রশ্নের মিছিলে যত সংশয়
বিকিয়ে যাবে স্বর্গ~নরকে
[instrumental break]
[verse 3]
আমার চেতনার ওপাশে
হাতছানি দেয় আমায় স্বর্গ
জানি না কী কারণে
চাইনা যেতে ওপাশে
[instrumental outro]
Lirik lagu lainnya:
- lirik lagu gigi d'alessio - primo appuntamento 2024
- lirik lagu zapenag pena & ahlem - münzevi meserret
- lirik lagu pflay - so fake
- lirik lagu swaggerz4alchemy - s4a crew
- lirik lagu steezmaker & panda hikari - baby driver
- lirik lagu trippie redd - loving flames
- lirik lagu turbokill - champion
- lirik lagu curse upon a prayer - the worship i: patior
- lirik lagu かめりあ (camellia) - nāgalīlā / epilogue: legend of dragons
- lirik lagu certainly so - foreign ties