lirik lagu vantage - aushomapto
[verse]
সব আগের মতোই আছে
শুধু নেই তোমার অস্তিত্ব
আমি এখন এত একা
তুমি এত দূরে কেন?
সব আগের মতোই আছে
শুধু নেই তোমার অস্তিত্ব
আমি এখন এত একা
তুমি এত দূরে কেন ?
[pre~chorus]
কি করি বলো এখন
নি:শব্দ আমি এখন
অন্ধকার আমার জীবন
তোমায় ছাড়া কেন ?
[chorus]
কেন আজ আমি তোমার অপেক্ষায়
জানি আর আসবে না তুমি
তবে কেন এত আশা নিয়ে আছি
আমাদের এই ভালবাসা
কেন অসমাপ্ত ?
অসমাপ্ত
[verse]
আমি আজও এই ভিড়ের মাঝে
অদৃশ্য হয়ে একা
যাই চলে উদ্দেশ্যহীন পথে
শুধু আমি আর আমার ছায়া
আমি আজও এই ভিড়ের মাঝে
অদৃশ্য হয়ে একা
যাই চলে উদ্দেশ্যহীন পথে
শুধু আমি আর আমার ছায়া
[pre~chorus]
এই নীরবতা আমার চিহ্ন
নিষ্প্রাণ হয়ে আমি এখন
চলো আবার হারিয়ে যাই
রূপকথার দেশে
[chorus]
কেন আজ আমি তোমার অপেক্ষায়
জানি আর আসবে না তুমি
তবে কেন এত আশা নিয়ে আছি
আমাদের এই ভালবাসা
কেন অসমাপ্ত ?
অসমাপ্ত
Lirik lagu lainnya:
- lirik lagu oasis - rock ‘n’ roll star (monnow valley version)
- lirik lagu rapsody - lonely women
- lirik lagu connie kaldor - if you could read my mind
- lirik lagu mida (ita) - vita terremoto
- lirik lagu arwi - zas a znova
- lirik lagu edgar allan pop - sempre su
- lirik lagu mike shabb - autumn & fall
- lirik lagu russia (ru) - гимн россии (the anthem of russia)
- lirik lagu kwiatek haze - filmy dla dorosłych
- lirik lagu art dave - i become a glue sniffer for mima kirigoe (90s indie rock version)