lirik lagu upol islam - chirol chirol
লাল পুতুলে নীল পুতুলে ছিলো না যে মিল
আড়ি খেলায় বাড়াবাড়ি সাজ দুয়ারে খিল
পুতুল রানীর বিয়ে হবে দোলের পূর্নিমাতে
আবীর মাখা জোছনা রাতে দেখা তোমার সাথে
চিরল চিরল তেতুল পাতা তেতুল বড় টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
চিরল চিরল তেতুল পাতা তেতুল বড় টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
হেলাফেলা সারাবেলা পুতুল রানীর মান
মন বসেনা আর তো আমার খেলার অবসান
খেলার পুতুল রইলে পড়ে তোমার পুতুল হই
মনে মনে পুতুল ঘরে তোমার সনে রই
আমি তোমার সনে রই
চিরল চিরল তেতুল পাতা তেতুল বড় টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
চিরল চিরল তেতুল পাতা তেতুল বড় টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
খেলার ছলে পুতুল ফেলে জমিয়ে রাখা জল
কেউ দেখেনা দেখলে ভাবে আহা কি সরল
তবু মনের দু: খ মনে রেখেই পুতুল খেলে যাই
সময় এলেই বলে দিবো “পুতুল বাড়ি নাই”
ও বন্ধু “পুতুল বাড়ি নেই”।
চিরল চিরল তেতুল পাতা তেতুল বড় টক
তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ
Lirik lagu lainnya:
- lirik lagu mario william vitale - having to pretend
- lirik lagu 90bro - game over (feat. reali-t)
- lirik lagu killy - stolen identity
- lirik lagu szmyt - sayoo
- lirik lagu tulipa ruiz - cura di te
- lirik lagu steven bryan - dolled up
- lirik lagu best natthasit - ลองดี
- lirik lagu dcvdns - intro (der erste tighte wei$e)*
- lirik lagu queen hilma - anywhere for love
- lirik lagu annemarie - bubble gum i see