
lirik lagu topu - fire aay
Loading...
কোন এক সকালে উঠে দেখি
সবকিছু ঠিকঠাক
একই রৌদ্র জানালা গলে একই
জামা জুতো খাট
অজান্তে হাত বাড়িয়ে সরাই
দুরালাপন চুপচাপ
তুই নেই কাছে
তুই নেই, বাকি সব ঠিকঠাক
ভুলে যাই, যে তুই নাই
ফিরে আয়.
আয় নারে…
আয় নারে…
ফিরে ফিরে আয়
বলেছিলাম দেখে নিস
ভুলে যাবো ঠিকই
কিছুদিন পরবে না মনে তোকে একদমই
হয়ত দু দিন কাঁদবে হৃদয়
আঁকড়ে ধরে স্মৃতি
তারপর ভুলে যাবো ঠিকই
যা এখনো পারিনি
ভুলে যাই, যে তুই নাই
ফিরে আয়.
আয় নারে…
হয়ত দু দিন কাঁদবে হৃদয়
ফিরে ফিরে আয়
বদলে গেছে অনেক কিছু
বদলেছিস তুই জানি
আজও আমি একই আছি
একটুও বদলাইনি
রাতের তারা সংগী করে
আজো গান লিখি
ভোরবেলাতে সূর্যালোকে
তোকে খুঁজে ফিরি
ভুলে যাই, যে তুই নাই
ফিরে আয়.
আয় নারে…
আয় নারে…
ফিরে ফিরে আয়
Lirik lagu lainnya:
- lirik lagu barış türkkal & dalia chih - aşk kahramanı
- lirik lagu code - affliction
- lirik lagu steeven sandoval - si la ven
- lirik lagu nacio herb brown - singin' in the rain
- lirik lagu toluca lake - never knows best
- lirik lagu özgür can çoban - gel hayalim
- lirik lagu different heaven feat. eh!de - my heart
- lirik lagu gift giver - scumbag
- lirik lagu wrld & father dude - galaxies
- lirik lagu f.o.d. - this year has been the worst yet