lirik lagu topu - brishty
Loading...
আমার আছে একটা গল্প পুরোনো
আর আছে একটা গান
যা শুনতে তোমার সময় নেই কোনো
ছিলোনা ইচ্ছে কখনো
এভাবেই সব হারায়
আর ফিরে আসেনা
নিজেকে ছুঁড়ে দেই বৃষ্টিতে
বৃষ্টি ধুয়ে দেয় কান্না জল
যা তোমায় নিয়ে
বৃষ্টি দেয় বিদায় দুক্ষ যা
আজ আমায় ঘিরে
আমায় জড়াও এই রাতের যাদুতে
জীবন আজ শুধু নিশ্বাসে
দিওনা যেতে
আমি বৃষ্টি দেখতে চাই
ভালবাসা চাই শুরু থেকে
এভাবেই সব হারায়
আর ফিরে আসেনা
নিজেকে ছুঁড়ে দেই বৃষ্টিতে
বৃষ্টি ধুয়ে দেয় কান্না জল
যা তোমায় নিয়ে
বৃষ্টি দেয় বিদায় দুক্ষ যা
আজ আমায় ঘিরে।
Lirik lagu lainnya:
- lirik lagu stiftelsen - mot världens rand
- lirik lagu cindy bullens - holding me crazy
- lirik lagu depressedboy - if only
- lirik lagu sickret - violator
- lirik lagu pv nova - themaster
- lirik lagu jah prayzah - jerusarema
- lirik lagu kehlani - everything is yours
- lirik lagu dude plays saxophone - legs
- lirik lagu asaph eleuterio - correnteza
- lirik lagu man with a mission - brave it out