lirik lagu topu - bhalobashii
এত ভেবে কি হবে
ভেবে কে করেছে কি কবে
ভাবছি না আজ, যা হবে হবার
এত দিন পারি নি
জানো তো আমি এমনি
বলতে চাই আজ, এখনই বলে দিই
ভালবাসি, ভালবাসি
ভালবাসি, ভালবাসি
চুপ করে থেকো না
কিছু তো বল, হ্যাঁ অথবা না
হ্যাঁ যদি হয় হবে, না যদি হয় তবে
কিছু বলো না
তুমি ভেবো না, ভাঙবে না বন্ধুত্বটা
হ্যাঁ যদি হয় হবে, না যদি হয় তবে
কিছু বলো না
ভালবাসি (তোমাকে), ভালবাসি (বলে)
ভালবাসি (তোমাকে), ভালবাসি
ভালবাসি (তোমাকে), ভালবাসি (বলে)
ভালবাসি (তোমাকে), ভালবাসি
এত ভেবে কি হবে
ভেবে কে করেছে কি কবে
ভাবছি না আর, যা হবে হবার
এত দিন পারি নি
জানো তো আমি এমনি
বলতে চাই আজ, এখনি বলে দিই
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি (ও-ও-ও-ওহ)
ভালবাসি (এটুকু শুধু বলার)
ভালবাসি (তুমি শুনে নাও না)
ভালবাসি (ফিরিয়ে দিও না)
ভালবাসি
Lirik lagu lainnya:
- lirik lagu finsterforst - schatten der nacht
- lirik lagu elliot moss - edit
- lirik lagu zachsunderworld - hypnotic ( feat. yung calv )
- lirik lagu corina - no excuses
- lirik lagu highland - lemonade
- lirik lagu guided by voices - 7 strokes to heaven’s edge
- lirik lagu patty gurdy - moonlight shadow (mike oldfield cover)
- lirik lagu deborah healy - postpartum ecstasy
- lirik lagu cool cavemen - multipolar disorder of musicality
- lirik lagu shadow project - holy hell (1998)