lirik lagu theory of disgust - ek mone
Loading...
ঘুমিয়ে পরা রাতে
তারাগুলো একা একা
গান করে
সেই ভাষা বোঝে না কেউ
সেই গান শোনে না কেউ
চোখ বুজে
মাটি চাপা পরা
অবশ দেহগুলো
তোমারি দিকে
চেয়ে থাকে
এক মনে
ধোঁয়াশায় মাখা রাতে
কিছু দেহ ঢাকা থাকে
চারপাশে
তার কথা শোনে না কেউ
সেই দেহ দেখে না কেউ
চোখ খুলে
মাটি চাপা পরা
হয়তো তার দুচোখ
তোমারি দিকে
চেয়ে থাকে
এক মনে
তোমার দেহ অসার হলো
কল্পনা স্বপ্নের আল্পনা
সব ব্যর্থ হলো
ঘুমিয়ে পরা রাতে
তারাগুলো একা একা
গান করে
সেই ভাষা বোঝে না কেউ
সেই গান শোনে না কেউ
চোখ বুজে
মাটি চাপা পরা
অবশ দেহগুলো
তোমারি দিকে
চেয়ে থাকে
এক মনে
ধোঁয়াশায় মাখা রাতে
তারাগুলো একি সাথে
গান গায়
সেই গানে আর্তনাদ
চোখে দেখা অপরাধ
মুক্তি পায়
মাটি চাপা পরা
আরো এক অসার দেহ
আমারি দিকে
চেয়ে থাকে
অসহায়
Lirik lagu lainnya:
- lirik lagu rk - trust that switch (feat. tonq)
- lirik lagu kim jae joong (김재중) - in the rain
- lirik lagu summerlane - make it or break it
- lirik lagu onceover - the grey
- lirik lagu crochetcatpause - rites and procession / divulgence of puglord
- lirik lagu bilal hassani - tout est ok
- lirik lagu junggigo - 괜찮은 척 (to be ok)
- lirik lagu lacuna coil - swamped xx
- lirik lagu mr. scruff - this way
- lirik lagu sideburn - sentence