lirik lagu the tree [bd] - onno aloy
Loading...
যদি কখনো দেখ
আমি পাশে নেই
তোমাকে ঘিরে আগের মত
ফিরে যাও যদি
অতীত স্মৃতিতে
তুমি রাত নিঝুম একা
খুঁজবে ওই দিগন্তের
ডুবে যাওয়া মৃদু আলোয়
অথবা নিভৃতে
তোমার বন্ধ চোখে
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
কত স্বপ্ন ছিল
এই চেনা শহরে
বেঁচে থাকার উৎসাহে
ভেবনা সেই দিন গুলো আর
জীবন এমনই হয়
মুছে ফেল সব স্মৃতির মায়া
ওই চেনা রাস্তায় আর
ধরবেনা আমার হাত
বৃষ্টি ভেজা শরীর আর দেখবেনা
আমার প্রার্থনায়
তুমি থাকবে চিরকাল
তুমি আর কেঁদনা আমার এপিটাফে
হারিয়েছি আমি
অন্য আলোয় তোমার আড়ালে
Lirik lagu lainnya:
- lirik lagu kavics - t'as les nerfs
- lirik lagu эвергрин (evergreenboys) - нутриент (nutrient)
- lirik lagu zendo zultier - rednight ztalker
- lirik lagu dhani harrison - damn that frequency
- lirik lagu yung lixo - kenga studios
- lirik lagu midlake - aurora gone (live at the roundhouse)
- lirik lagu baiyu - skip a beat
- lirik lagu kio (uk) - fight
- lirik lagu d.o. - lost (acoustic version)
- lirik lagu dble_t - dummy