lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu the raspberry - eksathe

Loading...

[verse 1]
মনে পড়ে, প্রথম প্রহরে
চেনা মুখ, অচেনা হাসিতে
স্বপ্নে বুকটা ভাসিয়ে

কেঁদেছি কত লুকিয়ে
ঝগড়ায় বা হতাশাতে
কত অভিমান নিয়ে

[pre~chorus]
চলে যাবে দিন, ফুরাবে এই পথে
রঙ্গাবে হৃদয়, স্মৃতির ছোঁয়াতে

[chorus / drop hook]
আজকের রাত, শেষ নয় এখনও
চলো একসাথে, আবারও!
let’s do this one last time, together
আলোয় মিশে যাক সব ভয় (ভয়)

[verse 2]
বন্ধু, আড্ডা, অঘুম রাত
যাই কিভাবে ছেড়ে এই ক্যাম্পাস
চায়ের কাপ, স্মৃতির ভাঁজে
ফিরে পাবো না হয়তো আর

[pre~chorus 2]
ক্লাসে ফাঁকি, প্রজেক্টে রাত জাগা
সবই এখন গল্প হয়ে গেছে
[main chorus]
জীবনের এই সেরা সময়
ছিলাম একসাথে আজীবন
যাই যতদূর, নিয়ন আলোয়
ভুলবোনা কখনও এই প্রলয়

[bridge/hook]
যত ভুল, যত হাসি
সবই তো আমাদেরই গল্প
শেষটা হোক, সুরে বাঁধা
একসাথে আবার!

[final chorus]
চলো একসাথে, শেষ প্রহরটায়
let’s make a memory tonight
রঙিন আলোয়, বন্ধুত্বের ছোঁয়া
জীবনটা হবে উজ্জ্বল সোনা

একসাথে বন্ধুরা…


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...