lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu the loffers - naam taar jonaki

Loading...

ও জোনাকি
ও জোনাকি
তুমি জানো কি,,,,,?

তুমি জোনাকি হয়ে জ্বলো
এই নিশাচর আঁধার রাতে
আমি এমন ব্যর্থ প্রেমিক
যে অন্ধ হয়ে থাকি দিনে

এই নির্জন এক দুপুরে
বসে বসে ভাবি তোমাকে
বার বার খুলে দেখি
সেই whatsapp এর dp তে

জানো কি
পাবো না
হবে না
তুমি আমার

তুমি কি online আছো !
কি আছে তোমার last seen ?

জোনাকি
জোনাকি
জোনাকি
জোনাকি
তুমি জানো কি?


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...