lirik lagu the-lip-sings - dusan
Loading...
দূষন
দিলীপ কুমার প্রামানিক
নদীতে কালো জল বয়ে যায়
মেরুতে বরফ গলে যায়
ধূমেতে বাতাসের পরাজয়
গাছেরা মাটিতে বিষ খায় । (2)
এ দূষন কি ভীষণ
ডেকে আনছে সে ক্ষণ (2)
যে ক্ষণে ~~~~~~~~~~~~~~~
তোমার বিনাশ তোমায় করে আলিঙ্গন । (2)
প্লাস্টিকের স্তূপ জমে যায়
হাঁটা পথ যেতে মিছে তেল ব্যয়
দেখো খোলা ট্যাপে জল অপচয়
লোকেরা খুশিতে শিষ্ দেয় ।(2)
এ দূষন কি ভীষণ
ডেকে আনছে সে ক্ষণ (2)
যে ক্ষণে ~~~~~~~~~~~~~~~
তোমার বিনাশ তোমায় করে আলিঙ্গন । (2)
পাড়াতে বাজনা টেকা দায়
অর্থ বলে ন্যায় অসহায়
ক্রমে বেড়ে যায় নৈতিক ক্ষয়
ভালো আজ খারাপে মিশ্ খায় । (2)
এ দূষন কি ভীষণ
ডেকে আনছে সে ক্ষণ (2)
যে ক্ষণে ~~~~~~~~~~~~~~~
তোমার বিনাশ তোমায় করে আলিঙ্গন ।
বিনাশ তোমার তোমায় করে আলিঙ্গন ।
তোমায় তোমার বিনাশ করে আলিঙ্গন ।
তোমার বিনাশ তোমায় করে আলিঙ্গন ।
Lirik lagu lainnya:
- lirik lagu bartô galeno - palavras perdidas
- lirik lagu celestial atrium - rave addict (slowed)
- lirik lagu here - a taste of jazz
- lirik lagu zain't iix - desvarío de ideas
- lirik lagu homixide gang - super-v
- lirik lagu i promised the world - emerald waltz
- lirik lagu firebird - i wish you well
- lirik lagu cele arrabal & valentina olguín - 3 am
- lirik lagu le reste (fr) - nouvelles sales du monde
- lirik lagu aewee - fame