lirik lagu taurra safa - dekha
[intro: taurra safa]
হেইয়া হো হেইয়া
ভোলা বোল ভুলাইয়া
ভবে দেখা দাও
আমায় আমারে
আমায় আমারে
আমায় আমারে
[chorus: taurra safa]
ভবে কথা কয় কোথার থেইকা
দেখা দেয় না আমারে
কথা কও কোথার থেইকা
দেখা দাও না আমারে
কথা কয় কোথার থেইকা
দেখা দেয় না আমারে
কথা কও কোথার থেইকা
দেখা দাও না আমারে
[verse 1: somrat sij]
মানে না মন জানে না কোন খান থেইক্যা
শুরু জীবনটা মুখোশে লুকোনো
চেহারা উপরে শান্তি ভিতরে যন্ত্রণা
জমে কদমে কদমে পাপ
পইরা গেলে কপালে কালা দাগ
ভগবান আল্লাহ খোদা যীশু
প্রভু কার কাছে চাবি মাফ
বাপরে বাপু চাইপ্পা থাক
মুখে মুখে সব ট্যাকা পয়সার গান
বাজান রগে রগে চলে দুশমনি
লয় আপনা ভাই এর জান
নিয়া দিন টান প্রতিদিন
বিবেকহীন যত আজব আজব scene
ভুইলা গেলে কেমনে কি
আজকে মরলে কালকে দুইদিন
আর কত তামাশা মাটির মানুষ পা পড়ে না মাটিতে
অহংকার ই তোমার পতনের মূলমন্ত্র এই ভবেতে
ভব দিয়া যান জগতে পাও একখান কবরে
কমে না তবু ও যে আলগা পিরিতি
তোর ফুটানির ফাঁপরে
তোর জনম পার মাওলা মালিক হুশিয়ার
ভাই নামে যত গাদ্দার করে
হাত দিয়া খাইয়া পাও দিয়া নমস্কার
চমৎকার,পাবি না খুইজ্জা মনের মানুষ মনেতে
করো যত পারো টাকাকড়ি
সবই থাইকা যাইবো ভবেতে
[chorus: taurra safa]
কথা কয় কোথার থেইকা
দেখা দেয় না আমারে
কথা কও কোথার থেইকা
দেখা দাও না আমারে
কথা কয় কোথার থেইকা
দেখা দেয় না আমারে
কথা কও কোথার থেইকা
দেখা দাও না আমারে
[verse 2: taurra safa]
মান হারায় বেহুঁশ হুঁশ ভব ঘোরে (ভেবাচেগা)
ভুইলো না তাঁঊরা কয় হইতে মানুষ
রঙ্গিন ফানুস দম ফুরাইলে ঠুশ
ভায়া সময়ে খেইলা টাশকি
দে পোড় খাওয়া সাক্ষী
লে নীতি কথার যুক্তি
সত্যি হইছে উক্তি
বন্দি থেইকা মুক্তি
সুখ চাই না শান্তি
শ্রম ছাড়া ক্লান্তি
ভ্রম কিছু ভ্রান্তি
অনুরাগী মনটি সেকেন্ডে কইরা মাইল পার
জান জইলা ছারখার
কামলোভে বার বার
মরার আগে মরবার কৌশলটা হারা জিতবার
গাল থাপরায় কাঁন্দার বাহানা চলে না
স্মৃতির পাতা পিছে ছাড়ে না
হইলো না তার সাথে আর পরিচয়
যাই করছি তাই অপচয়
ভাইবা দেখ তোর বিবেক
প্রশ্নের জবাবেতে কি কয়
কে দেখা দে না কথা কয়
চোখে আঙুল দিয়া কথা কয়
ভাইবা দেখ তোর উত্তর কি
[chorus: taurra safa]
কথা কয় কোথার থেইকা
দেখা দেয় না আমারে
কথা কও কোথার থেইকা
দেখা দাও না আমারে
কথা কয় কোথার থেইকা
দেখা দেয় না আমারে
কথা কও কোথার থেইকা
দেখা দাও না আমারে
[outro: taurra safa]
আমারে আমারেই
making faking গুরুমন্ত্র target এ
মূর্খরা সোজা চলে কম পয়সার market এ
fitting, setting, light, camera, action এ
ফাতরামি চোট্টামি ধর দুই কানে
লরেচরে মনি ধরতে অন্ধকারে সর্প ধরে
শব্দের ঘরে নিঃশব্দ করে
লরেচরে মনি ধরতে অন্ধকারে সর্প ধরে
শব্দের ঘরে নিঃশব্দ করে
Lirik lagu lainnya:
- lirik lagu yeocam - better off
- lirik lagu ch'cco - bells (remix freestyle)*
- lirik lagu zanzu - io-oi
- lirik lagu wax owls - bring the rain
- lirik lagu antônio (bra) - recortes
- lirik lagu dyslexic speedreaders - i don't wanna grow up
- lirik lagu gang shloink - 24
- lirik lagu blame my youth - stupid human
- lirik lagu molten lmn - dragoste
- lirik lagu tridi - аврора (aurora)