lirik lagu tasbir wolvez & shibu - kono ek raate
[chorus]
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
[verse 1]
না, থাকবে না কোনো পিছুটান, কোনো অভিমান
শুধু শুনে দেখো কী বলে আমার মনটা
তোমাকে আর যেতে দেবো না বসিয়ে দাগ
মনে রাখানো আমার অভ্যাস
যদি ভুল হয় করে দিও মাফ
[pre~chorus]
অযথা সময় হেরে চলে এসে কী হবে?
যদি শুধু আসতে আগে তাহলে হয়তো
[chorus]
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
ঈশ্বর জানে, আসমান সাক্ষী এ সময়ের সাথে
শুন্যের মাঝে মিশে যাই, মিশে যাই এ স্নেহের কাছে
[verse 2]
কোমরে হাত রেখে চোখে চোখে ইশারা দিই
সে কী দেখে, কী জানে?
অন্ধকারে দিশেহারা হয়ে ঘুরি, পুড়ি
আড়চোখে সবই দেখি, বাহানাগুলো ফেলে রাখি
এ রাত তোমায়
[pre~chorus]
অযথা সময় হেরে চলে এসে কী হবে?
যদি শুধু আসতে আগে
[chorus]
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
ঈশ্বর জানে, আসমান সাক্ষী এ সময়ের সাথে
শুন্যের মাঝে মিশে যাই, মিশে যাই এ স্নেহের কাছে
কোনো এক রাতে কুয়াশার মতো ভিজে যাবে একই সাথে
চাদরের ভাজে লিখে দিবো এ গান তোমারই নামে
ঈশ্বর জানে, আসমান সাক্ষী এ সময়ের সাথে
শুন্যের মাঝে মিশে যাই, মিশে যাই এ স্নেহের কাছে
[outro]
(অযথা, কোথায়? সময় হেরে)
(চলে এসে কী হবে?) চলে এসে কী হবে?
(যদি শুধু আসতে আগে) যদি শুধু আসতে আগে
অযথা সময় হেরে চলে এসে কী হবে?
যদি শুধু আসতে আগে
Lirik lagu lainnya:
- lirik lagu 800pts - balenci
- lirik lagu våg fotbalklubb - heia våg
- lirik lagu tre david - 123
- lirik lagu m4rkim - máscara
- lirik lagu summer salt - gotta go to know
- lirik lagu angelina mango - vita morte e miracoli
- lirik lagu opał - plastik
- lirik lagu hunter blair ambrose - runaway
- lirik lagu toosii - favorite song (midnight session)
- lirik lagu e.k. - spleen