lirik lagu tasbir wolvez & faahun - ador
Loading...
যদি ভুলেও মনে পড়ে
ফিরে ডেকোনা আবার
এতটাই ভালোবাসি
ধীরে কাছে যাবো আবার
তুমি কার?
তুমি তার
তুমি তার হয়ে থেকো
সূর্যটা
ডোবার
সময় তার সাথে দেখো
তাকে বলো তোমায় আপন করে নিতে
আমার অনুপস্থিতিতে
তবে সে কি পারে, আমার মতো করে
তোমাকে আজ, আদর দিতে
আদর, আদর, আদর আ~ দিতে
আদর, আদর, আদর আ~ দিতে
আদর দিতে বলো তাকে
কতোবার যে আর গাইবো?
তোমায় নিয়ে লেখা গান
তুমি কি আমায় আজ শুনতে পারছোনা?
দেখছোনা বোধহয় আমার ডাকা জোছনা
হাটচোনা বোধহয় আমার আঁকা আলপনার
ওপরে
তবে দু একবার সুযোগটা যদি দাও কখনো
ফিরবেনা গাইবো না তোমার পছন্দ ছন্দ
তাকে বলো তোমায় আপন করে নিতে
আমার অনুপস্থিতিতে
তবে সে কি পারে, আমার মতো করে
তোমাকে আজ, আদর দিতে
আদর, আদর, আদর আ~ দিতে
আদর, আদর, আদর আ~ দিতে
আদর দিতে বলো তাকে
Lirik lagu lainnya:
- lirik lagu lauren auder & wendy & lisa - i would die 4 u
- lirik lagu underdogg - אנדרדוג - kashe li lesaper - קשה לי לספר
- lirik lagu brokix - le hacés falta vos
- lirik lagu riff kitten - hello, stranger
- lirik lagu chandler and tuffluckkid - runaround
- lirik lagu akira the don - that's the way i see it
- lirik lagu spoegwolf - tien jaar
- lirik lagu post-nuclear - all i heard
- lirik lagu mister hober - maléna
- lirik lagu foja - famme partì