lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu tanjib sarowar - prem pobon

Loading...

যা বুজে দু নয়ন মন গহীনে
যা বলার আছে টা দাও বলে
ঐ সূর্যটার মত যাবো ডুবে

যদি নামে সে আধার নিয়ে দূরে
কান পেতে সুনে যাও এ মন মেঘেলা
বলবে ভালোবাসি নামবে বরষা

ও জান ও পরান তুমি সুখের প্রেম পবন
সেই পবনে ভাসায়ে লয়ে যাও এই মন
ও জান ও পরান তুমি মোর প্রেম পবন
সেই পবনে ভাসাবো তোমার আমার মধুখন

সুন্নতার ভিরে ছিলাম আমি একা
নব প্রেমে ডুবেছে ডানা
অবেলায় আসোনি তবুও মনে রেখে
কারো প্রেমে পরিনি

ও জান ও পরান তুমি সুখের প্রেম পবন
সেই পবনে ভাসায়ে লয়ে যাও এই মন
ও জান ও পরান তুমি মোর প্রেম পবন
সেই পবনে ভাসাবো তোমার আমার মধুখন

বুঝিনি বোঝার ছিলো এতটা ভুল
যার মাসুলে হয়েছি হরণ
মন ও মন বড় সাদা তার মাঝে একজনা
কারো প্রেমে পরিনা

ও জান ও পরান তুমি সুখের প্রেম পবন
সেই পবনে ভাসায়ে লয়ে যাও এই মন
ও জান ও পরান তুমি মোর প্রেম পবন
সেই পবনে ভাসাবো তোমার আমার মধুখন


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...