lirik lagu tamal kanti halder - khuchro
Loading...
এই খুচরো আলগা যতটুকু
হাসি লেগে যাবে অজান্তে ঠোঁটে
তারা হয়ত বা খসে যাবে
মেপে কেনা সুখের যানজটে
এক পলকেই পুরোনোকে নতুন
বানিয়ে ফেলার ম্যাজিকটা যদি
ভুলে যাই খুঁজে পাবি না সে চেনা ক্রসিং
সে আমি যতই আলো দিই
তোকে নতুন করে পাবো বলে
বাজে গান লিখে সময় দিই জলে
এই আচমকা মাঝরাতগুলো
ঘুম কাড়বে তো সেদিনও কারও?
নাকি সব পেয়েছির দেশে এসে
সুখী রাত্রিরা হয়ে যাবে গাঢ়?
এক পলকেই পুরোনোকে নতুন
বানিয়ে ফেলার ম্যাজিকটা যদি
ভুলে যাই খুঁজে পাবি না সে চেনা ক্রসিং
সে আমি যতই আলো দিই
তোকে নতুন করে পাবো বলে
বাজে গান লিখে সময় দিই জলে
Lirik lagu lainnya:
- lirik lagu vita kdi - cinta anak kampung
- lirik lagu sounda - északi szél
- lirik lagu yungtopaz - heavenly clouds.
- lirik lagu wave & rome - took flight
- lirik lagu dua lipa - smoke, drink, break up
- lirik lagu mev_n - focus
- lirik lagu a-reece - rich
- lirik lagu mickey keller and the spitfires - what am i living for
- lirik lagu the stone - gavranovo
- lirik lagu jens lekman - correspondence: forever young, forever beautiful