lirik lagu tamal hadiul - khobh (ক্ষোভ)
Loading...
verse 1
অর্থহীন এই শহরে তবু আটকে আছি আনমনে।
আঁধারের সাথে মিশেছি, মিশেছি বড় যতনে।
অবাধ্য স্মৃতি দাঁড়িয়ে গেছে, দাঁড়িয়ে গেছে সেই গল্পে।
নিকষ কালোয় ডুবে গেছি, ডুবে গেছি খুব অল্পে।
chorus
ধূসর কাব্যের শব্দগুলোর চিৎকার বেজে ওঠে স্বপ্নজলে।
বাউন্ডুলে মন ভেঙ্গেচুরে মরে গেছে কিছু মিথ্যা ছলে।
verse 2
বুনো লতার প্রাচীরটাও থমকে গেছে মাঝ পথে।
ভীতিগুলো আঁকড়ে আছে, আঁকড়ে আছে আজও সাথে।
হারিয়ে গেছে, হারিয়ে গেছে চিরচেনা রং মাখানো বিশেষণ।
নিভৃতে নিরবে ভুলে গেছি, ভুলে গেছি বাঁচার প্রয়োজন।
chorus
ধূসর কাব্যের শব্দগুলোর চিৎকার বেজে ওঠে স্বপ্নজলে।
বাউন্ডুলে মন ভেঙ্গেচুরে মরে গেছে কিছু মিথ্যা ছলে।
Lirik lagu lainnya:
- lirik lagu kayode - hotel
- lirik lagu august - мания (mania)
- lirik lagu noah aldega - give up
- lirik lagu rihanna - towards the sun (from home)
- lirik lagu teamarrr - ballin' up
- lirik lagu drewgon - sahasrara
- lirik lagu bojanbb - iz bronxa
- lirik lagu илья бара (ilya bara) - coldwolf
- lirik lagu mosquit - yo nelly wtf are u doing
- lirik lagu nerissima serpe - no pit stop