![lirik.web.id](https://lirik.web.id/tema/logo.png)
lirik lagu tamal hadiul - boshonto eshe geche
Loading...
বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা
কারা যে ডাকিল পিছে
বসন্ত এসে গেছে ।
থাক তব ভুবনের, ধুলি মাখা চরণে
মাথা নত করে রব
বসন্ত এসে গেছে।
বসন্ত এসে গেছে।
পলাশের নেশা মাখি চলেছি দুজনে
বাসনার রঙ~এ মিশি শ্যামলে~স্বপনে
কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান
বসন্ত এসে গেছে ।
বসন্ত এসে গেছে।
মধুরও অমৃত বাণী
বেলা গেল সহজেই
মরমে উঠিলো বাজি
বসন্ত এসে গেছে।
পূর্নিমা রাতে ওই ছোটাছুটি করে কারা
দখিনা পবনে দোলে
বসন্ত এসে গেছে।
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
বসন্ত এসে গেছে
Lirik lagu lainnya:
- lirik lagu thrilly - 4up! (remix)
- lirik lagu lil eggsoup - honestly
- lirik lagu plusty plug - дунем (dunem)
- lirik lagu daybe - snowdrift
- lirik lagu tomorrow x together - tinnitus (wanna be a rock) (돌멩이가 되고 싶어)
- lirik lagu two years dead - it's called payback, son
- lirik lagu 山下達郎 (tatsuro yamashita) - 人力飛行機 softly
- lirik lagu benji franks - big deal (i'm a bitch)
- lirik lagu no more lullabies - ghosts
- lirik lagu barbra streisand - he touched me - live in central park