lirik lagu tamal hadiul & shahnewaz ahmed pulok - shukher naam - সুখের নাম
[verse 1]
আজ ব্যর্থ বলে সঙ্গবদল তোমার নীতিমালায়
আমার বেলায় রাখো দু আনা ভাগ, কাকে ষোলো আনায়?
[pre~chorus]
আমি আমার বেলায় তোমার মত কৃপণ হতে চাই।
তুমি আমার আপন ক্ষতির কারণ দেখেও দেখো নাই।
[chorus]
সুখের নাম নাহি লই, ও দেয় বৃথা অনুতাপ
দুঃখের শেষ নাহি হয়, তোমার দেওয়া অভিশাপ
সুখের নাম নাহি লই, ও দেয় বৃথা অনুতাপ
দুঃখের শেষ নাহি হয়, তোমার দেওয়া অভিশাপ
[hook]
আমার অবর্তমানেই যদি তোমার ভালো হয়।
তবে হোক তা না হয়, তবে হোক তা না হয়।
আমার জ্যান্ত লাশের হাসি তোমার সুখের কারণ
তাই দেখে হাসবো না হয়, দেখে হাসবো না হয়।
[verse 2]
মিছেমিছে কত দোষের অপবাদ তুমি দিয়ে যাও
তোমার কাছে এক রেডফ্ল্যাগ আমি বুঝে গেছি ~
তাছাড়াও
কেন আমার বেলায় তোমার মত কৃপণ থাকি না।
তুমি আমার আপন ক্ষতির কারণ দেখেও দেখো না।
আজ ব্যর্থ বলে সঙ্গবদল তোমার নীতিমালায়
ডালায় ফুলের মালায় ভোমর তার বিষাক্ত হুল ফোঁটায়
[pre~chorus]
ফুলের কাটায় ফুলের পাপড়ি শুকায়
ফুলের রেণু হাওয়া
ঋন পরিশোধ শেষ, যাক থেমে ~
তোমার আসা যাওয়া
[chorus]
সুখের নাম নাহি লই, ও দেয় বৃথা অনুতাপ
দুঃখের শেষ নাহি হয়, তোমার দেওয়া অভিশাপ
সুখের নাম নাহি লই, ও দেয় বৃথা অনুতাপ
দুঃখের শেষ নাহি হয়, তোমার দেওয়া অভিশাপ
[bridge]
এ জানে সুখ নাহি সয়
ও নাউ উজান বাইয়ে চলে
পাল তুলিতে ভুল হইয়া যায়
নোঙর নাহি ফেলে গো নোঙর নাহি ফেলে।
এ জানে আর নাহি সয়
ও দুঃখ সঙ্গ নাহি ছাড়ে
তীরে এসে নাও ডুইবে যায়
তোমার বাড়ি কাছে গো তোমার বাড়ির কাছে।
তোমার বাড়ির কিনারে
সুখের হাটের দুকানে
সুখ বেচিয়া দুঃখ কিনিয়া লই
[chorus]
সুখের নাম নাহি লই, ও দেয় বৃথা অনুতাপ
দুঃখের শেষ নাহি হয়, তোমার দেওয়া অভিশাপ
সুখের নাম নাহি লই, ও দেয় বৃথা অনুতাপ
দুঃখের শেষ নাহি হয়, তোমার দেওয়া অভিশাপ
সুখের নাম নাহি লই, ও দেয় বৃথা অনুতাপ
দুঃখের শেষ নাহি হয়, তোমার দেওয়া অভিশাপ।
সুখের নাম নাহি লই, ও দেয় বৃথা অনুতাপ
দুঃখের শেষ নাহি হয়, তোমার দেওয়া অভিশাপ।
[outro]
আমার অবর্তমানেই যদি তোমার ভালো হয়,,
তবে হোক।
Lirik lagu lainnya:
- lirik lagu xpcal - we still silly
- lirik lagu commandantes - der heimliche aufmarsch
- lirik lagu camelll - votka absolut
- lirik lagu mc skywell - symphony
- lirik lagu lical - ワールドエンドサイレン (world end siren)
- lirik lagu painless (deu) - verflucht
- lirik lagu suicide cleanup - белый клевер (white clover)
- lirik lagu eenzel - grand bazar
- lirik lagu yeat - smdp
- lirik lagu nayda - flaws(косяки)