lirik lagu tahsan - valobashar pongtimala
একপা এগুতে গিয়ে ভুলে যাই পথ
অচেনা সময়ের সে পুরনো শপথ । (২ বার)
হঠাৎ এসে তুমি ধরেছিলে হাত
দিয়ে গেলে আমাকে নতুন প্রভাত ।
তবু কেন তোমায় দুঃখ দিলাম
শুখনো আকাশের মেঘ ছড়ালাম ।
দেখ ঐ ভালোবাসা বাড়াল আঙ্গুল
কোন এক কোনে ভাঙাল সেই ভুল ।
চল সব ছুড়ে ফেলে জিবন আঁকি । (২ বার)
বৃথা সব অজুহাত তোমায় ভালোবাসি ।
একাকী ছিলাম যখন এতটাকাল
বুঝিনি আমি ক্লান্ত সকাল বিকাল (২ বার)
চমকে এলে তুমি হাতে নিয়ে ঘুম,
ভেজালে স্বপ্ন আমার বৃষ্টিতে ঝুম ।
এখন জানি আমি প্রেম মানে কি
এ যেন তোমার চোখে সব আকুতি (২ বার)
দেখ ঐ ভালোবাসা বাড়াল আঙ্গুল
কোন এক কোনে ভাঙাল সেই ভুল ।
চল সব ছুড়ে ফেলে জিবন আঁকি । (২ বার)
বৃথা সব অজুহাত তোমায় ভালোবাসি ।
জীবন যেখানে যেমন ইচ্ছে মতো
আমিও স্রোতে ভেসেছি যখন তখন,
ভুলেছি নিজেকে আমি এতোটা সময় ।
বুঝিনি কি যে আছে ভালবাসায়
এতদিনে জেনেছি ভালবাসা কি
এ যেন পরাজয় জয়ের অনুভূতি ।
দেখ ঐ ভালোবাসা বাড়াল আঙ্গুল
কোন এক কোনে ভাঙাল সেই ভুল ।
চল সব ছুড়ে ফেলে জিবন আঁকি । (২ বার)
বৃথা সব অজুহাত তোমায় ভালোবাসি ।
Lirik lagu lainnya:
- lirik lagu commonminds - iv. crockpot
- lirik lagu hat trick - muerto
- lirik lagu frank casino - something from me
- lirik lagu lucinda williams - louisiana story
- lirik lagu naughty boy feat. arrow benjamin - runnin' (lose it all)
- lirik lagu beyries feat. louis-jean cormier - single
- lirik lagu אהוד בנאי - enchat haadama - אנחת האדמה - ehud banai
- lirik lagu lyricalz - casini continui
- lirik lagu lyricalz - dal vivo
- lirik lagu massiv3 - momma told me