lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu tahsan - amar golpe tumi

Loading...

যেন রোদেলা কোন দুপুরে
ছায়া হয়ে দাঁড়ালে বন্ধুর মতো ।
আধারে, দিন ভুলে

নতুন গল্পে দিলে প্রেরনা শত ।

ও প্রিয় আমার প্রিয়জন
শ্রাবণও দিনের শীতের ভোরে,
থেকো এমন …। ।

বন্ধু হউ যদি তবে সন্ধি হবো আমি,
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি । – [ ২ বার ]

যেন এলে ছুঁতে এ মনে আছে অনুভূতি যতো
শেষ রাতের প্রার্থনায় তোমায় ছেয়ে যাই অবিরত ।

ও প্রিয় আমার প্রিয়জন
শ্রাবণও দিনের শীতের ভোরে
থাকবো দুজন … ।

বন্ধু হউ যদি তবে সন্ধি হবো আমি,
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি । – [ ২ বার ]

যেন নতুন গল্পের শুরু এখানেই
নিয়ে আশা শত,
নতুন আলো হয়ে দারিয়ে
দুজন রঙ ছড়াবো পারি যত ।

ও প্রিয় আমার প্রিয়জন
শ্রাবণও দিনের শীতের ভোরে
থাকবো দুজন … ।

বন্ধু হউ যদি তবে সন্ধি হবো আমি,
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি । – [ ২ বার ]


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...