lirik lagu tahsan - amar golpe tumi
Loading...
যেন রোদেলা কোন দুপুরে
ছায়া হয়ে দাঁড়ালে বন্ধুর মতো ।
আধারে, দিন ভুলে
নতুন গল্পে দিলে প্রেরনা শত ।
ও প্রিয় আমার প্রিয়জন
শ্রাবণও দিনের শীতের ভোরে,
থেকো এমন …। ।
বন্ধু হউ যদি তবে সন্ধি হবো আমি,
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি । – [ ২ বার ]
যেন এলে ছুঁতে এ মনে আছে অনুভূতি যতো
শেষ রাতের প্রার্থনায় তোমায় ছেয়ে যাই অবিরত ।
ও প্রিয় আমার প্রিয়জন
শ্রাবণও দিনের শীতের ভোরে
থাকবো দুজন … ।
বন্ধু হউ যদি তবে সন্ধি হবো আমি,
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি । – [ ২ বার ]
যেন নতুন গল্পের শুরু এখানেই
নিয়ে আশা শত,
নতুন আলো হয়ে দারিয়ে
দুজন রঙ ছড়াবো পারি যত ।
ও প্রিয় আমার প্রিয়জন
শ্রাবণও দিনের শীতের ভোরে
থাকবো দুজন … ।
বন্ধু হউ যদি তবে সন্ধি হবো আমি,
হাতে হাত রেখে এসো
আমার গল্পে তুমি । – [ ২ বার ]
Lirik lagu lainnya:
- lirik lagu passenger - a kindly reminder
- lirik lagu pitbull - hey mama*
- lirik lagu sun kil moon - the highway song
- lirik lagu gerap gurita - nenek moyangku
- lirik lagu sansar salvo - suvari
- lirik lagu lin-manuel miranda - stay alive, philip (off-broadway)
- lirik lagu jubilee - fuckboi
- lirik lagu jessie james decker - girl on the coast*
- lirik lagu sunny tiscareño - follow you
- lirik lagu hunter - empty