
lirik lagu tahsan & moutusi islam - brishti chuye
Loading...
একি সে অধরে ছোঁয়া পড়েছে,
তাই তো এই মন মৃদু হেসেছে,
একি সে চোখেতে ধরা পড়েছে,
তাই তো এই ক্ষণ আজ মেতেছে,
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া,
বৃষ্টি ছুয়ে,
আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ,
একি সাথে সাথে ভিজেছে, (২)
রিমঝিম বারিষে যায়নি জানা,
কি করে ইচ্ছেরা মেললো ডানা, (২)
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া,
বৃষ্টি ছুয়ে,
আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ,
একি সাথে সাথে ভিজেছে, (২)
প্রেম সে কি কয় কথা রাত্রি দুপুর,
থেকে থেকে সুর তোলে আমার নুপুর,
প্রেম সে কি কয় কথা রাত্রি দুপুর,
থেকে থেকে সুর তোলে তোমার নুপুর,
তোমায় হলো ফিরে পাওয়া,
আপন করে চাওয়া,
বৃষ্টি ছুয়ে,
আরো প্রেম নিয়ে,
দুটি মন আজ,
একি সাথে সাথে ভিজেছে ।। (২)
Lirik lagu lainnya:
- lirik lagu absurde - mon art
- lirik lagu austin lynton - donald trump
- lirik lagu trapo - riot
- lirik lagu vi seconds - sirens
- lirik lagu dempagumi.inc - saisaisaikouchou
- lirik lagu hyuna - freaky
- lirik lagu joão terra feat. bella nogueira - alguém
- lirik lagu meyti (мэйти) - призрак твоих откровений (prizrak tvoih otkrovenij)
- lirik lagu lartiste - liaisons dangereuses
- lirik lagu high five crew - ono