lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu tahsan & mithila - chile amar

Loading...

ছিলে আমার স্বপ্নে তুমি
আজ কেন বহুদূর
অনুভবে ভেসে আসে,

সেই চেনা প্রিয়ও সুর ।

কাছে যেতেও সংশয়,
দূরে থাকতেও লাগে ভয়,
এলোমেলো লাগে সবই ।

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন.

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…

রাত্রি গুলো দীর্ঘ হয়
বিষণ্ণ ভাবনাতে,
চাঁদটা যেন লুকিয়ে রয়,
বিবর্ণ জোছনাতে ।

কাছে যেতেও সংশয়,
দূরে থাকতেও লাগে ভয়,
এলোমেলো হয়ে আমি ।

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…

সৃৃতিগুলো মুছে যায়
অচেনা কুয়াশাতে,
সময় যেন জড়াতে চায়
জলহীন বরষাতে ।

কাছে যেতেও সংশয়,
দূরে থাকতেও লাগে ভয়,
এলোমেলো হয়ে আমি ।

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন.

অপূর্ণ রয়ে যায় ভালোবাসা
থেকে যায় কিছু কথোপকথন…


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...