lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu tahsan feat. mithila - chile amar

Loading...

ছিলে আমার স্বপ্নে তুমি
আজ কেন বহুদুর,,,
অনুভবে ভেসে আসে সেই চেনা প্রিয় সুর

কাছে যেতেও সংশয়,
দূরে থাকতে ও লাগে ভয়
এলোমেলো লাগে সবই।
অপূর্ণ রয়ে যায় ভালবাসা
থেকে যায় কিছু কথোপকথন
অপূর্ণ রয়ে যায় ভালবাসা
থেকে যায় কিছু কথোপকথন

রাত্রিগগুলো দীর্ঘ হয় বিষন্ন ভাবনাতে
চাঁদটা যেন লুকিয়ে রয় বিবর্ণ জোছনাতে
কাছে যেতেও সংশয়,
দূরে থাকতে ও লাগে ভয়
এলোমেলো হয়ে আমি।
অপূর্ণ রয়ে যায় ভালবাসা
থেকে যায় কিছু কথোপকথন
অপূর্ণ রয়ে যায় ভালবাসা
থেকে যায় কিছু কথোপকথন।

স্মৃতিগুলো মূর্ছে যায় অছেনা কুয়াশাতে
সময় যেন জরাতে চায় জলহীন বরষাতে
কাছে যেতেও সংশয়,
দূরে থাকতে ও লাগে ভয়
এলোমেলো হয়ে আমি।
অপূর্ণ রয়ে যায় ভালবাসা
থেকে যায় কিছু কথোপকথন
অপূর্ণ রয়ে যায় ভালবাসা
থেকে যায় কিছু কথোপকথন।


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...