lirik lagu tahsan feat. kona - tomay ghire
Loading...
তোমায় ঘিরে যে ভাললাগা
হয়নি বলা ভাষায়,
হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া
সেই তুমি আজ কোথায়?
তোমাকে নিয়ে সেই স্মৃতিরা
শুধু খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভেবে আছ সুদূরে
এসনা ফিরে- হৃদয়ে ।
সময় জুড়ে শুধু শূন্যতা
নীরবে ছুয়ে থাকে,
ভুলেও আমি ভাবিনি
হারাবো কখনো তোমায় এভাবে ।
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসনা ফিরে- হৃদয়ে ।
মনের আকাশে মেঘের ভেলা
বেদনার বৃষ্টি ঝরে,
এত কাছে ছিলে তবুও
পারিনি কেন তোমায় বুঝাতে?
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভেবে হারিয়ে গেলে
এসনা ফিরে- হৃদয়ে ।
তোমাকে নিয়ে স্বপ্নগুলো
আজও খুঁজে ফেরে আমাদের,
কি যেন কি ভুলে হারিয়ে গেলে
এসনা ফিরে- হৃদয়ে
Lirik lagu lainnya:
- lirik lagu l&b - mus zoo nplooj siab
- lirik lagu jeff buckley - poor boy long way from home
- lirik lagu unotheactivist - speed it up
- lirik lagu dhira bongs - bara
- lirik lagu a pink - oh yes
- lirik lagu adamlar - rüyalarda buruşmuşuz
- lirik lagu kidz bop kids - do you want to build a snowman
- lirik lagu bigy - j'bibi
- lirik lagu los mesoneros - caiga la noche
- lirik lagu marron - 10 años