![lirik.web.id](https://lirik.web.id/tema/logo.png)
lirik lagu swarobanjo - maa
মা- by: swarobanjo
মা, ওগো মা, তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা,
মা, আমার মা তুমি কোথায় গেলে ছেড়ে আমায় বলনা।
এইখানেই কাঁচের ভেতর বৃষ্টি জলে ভীষণ,
রোদ জানালায় আবছায়াতে কষ্ট বিভীষণ।
এইখানেই একলা দেয়াল একলা কত কথা,
রাত গহীনে বুকের ভেতর শুধু বিস্বাদ নীরবতা।
আমি জানি একলা আমি মা আর, তুমি তো জানলে না,
এক আঁচলেই ভুবন বাঁধা মা আমার মা।
মাগো মা, আমার মা তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা।
মা আমার মা, তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা।
এইখানেই শূণ্য আকাশ, শূণ্য শহর মা
হাজার মানুষ, হাজার গানে শূণ্য সহপাঠ।
এইখানেই ক্লান্ত দিনে, ক্লান্ত দিনের শেষ
চোখের কোনে অশ্রু ভীষণ, কান্না অনিমেষ।
আমি জানি একলা আমি আর, কেউতো জানেনা,
এক আঁচলেই আকাশ ভাসে, মা আমার মা।
এইখানেই জলের জীবন, জলেই মরুভূমি,
চাতক বুকে তেষ্টায় কাঁদে, কোথায় কোথায় তুমি।
এইখানেই শূণ্য গীটার, শূণ্য স্নেহের সুর
কোথায় তুমি, কোথায় তুমি, কোথায় কতদূর।
আমি জানি একলা আমি আর, কেউতো জানেনা
ঐ আকাশের তারার ভেতর তুমি আমার মা।
মাগো মা, আমার মা, তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা
মা আমার মা তুমি গেলে কোথায় ছেড়ে আমায় বলনা।
Lirik lagu lainnya:
- lirik lagu jose manuel figueroa - condenado
- lirik lagu elefánt - plüss
- lirik lagu xelegyx - solitary resolution
- lirik lagu planetshakers - alive again (live in manila)
- lirik lagu boef - kopzorgen
- lirik lagu lou rhodes - hope & glory
- lirik lagu deen burbigo - retour en arrière
- lirik lagu kelly clarkson - love goes on (feat. aloe blacc)
- lirik lagu august rigo - easy to let go
- lirik lagu auroch - spending that