lirik lagu susmita patra - bhalobeshe jodi sukh nahi
Loading...
ভালোবেসে যদি সুখ নাহি
তবে কেন,
তবে কেন মিছে ভালোবাসা।
মন দিয়ে মন পেতে চাহি।
ওগো কেন,
ওগো কেন মিছে এ দুরাশা।
হৃদয়ে জ্বালায়ে বাসনার শিখা,
নয়নে সাজায়ে মায়া-মরীচিকা,
শুধু ঘুরে মরি মরুভূমে।
ওগো কেন,
ওগো কেন মিছে এ পিপাসা।
আপনি যে আছে আপনার কাছে,
নিখিল জগতে কী অভাব আছে।
আছে মন্দ সমীরণ, পুষ্পবিভূষণ,
কোকিল-কূজিত কুঞ্জ।
বিশ্বচরাচর লুপ্ত হয়ে যায়,
এ কী ঘোর প্রেম অন্ধ রাহুপ্রায়
জীবন যৌবন গ্রাসে।
তবে কেন,
তবে কেন মিছে এ কুয়াশা।
Lirik lagu lainnya:
- lirik lagu peter cruz - que bella
- lirik lagu silver end - the gate
- lirik lagu moryah - persistir
- lirik lagu ninho - la roma
- lirik lagu cflynna - man down
- lirik lagu scenzah feat. deamon - nice dream
- lirik lagu wonderboys - jujur saja
- lirik lagu michael bublé - i wanna be around
- lirik lagu suvi teräsniska - sanoja vailla
- lirik lagu the who - baba o'riley