lirik lagu sumon - brishti
দেখো কালো মেঘের ঘনঘটা
আকাশ জুড়ে নেই জোছনা
ফিরে যাও তোমার ঐ ঘরে
নামবে বৃষ্টি একটু পরে
যাবো নতুন পথে
জানি নি আমার
নেই কোন ঘর যে এখন আর
জানি ভিজে যাবো
বৃষ্টির ধারায়
জানি হয়তো বা রবো বাকি আছে যা
নামুক না বৃষ্টি এই পৃথিবীতে
ভিজে যাক না সবকিছুই
আমাদের গানে
হারিয়ে যাক না
স্মৃতি সব পিছুটানের
দেখতে চাই না আর পেছনে
দেখতে চাই না আর পেছনে
সময় হারায়
কোন শূন্যতায়
আকাশ ভেঙে যে বৃষ্টি নামে না
বসে থাকি কীসের মায়ায়
জানি যাবো হারিয়ে মোরা
হয় তো এখনো আসে নি সময়
হয় তো এখনো আছে কিছু স্বপ্ন
হয় তো এই বৃষ্টি নামবে কখনো
হয় তো একদিন থাকবে আগের মত
না নামুক এই বৃষ্টি
এই পৃথিবীতে
না ভিজুক সবকিছুই আমাদের গানে
না ভোলা সব স্মৃতি পিছুটানের
থাকুক সবকিছুই যেমন ছিল আগে
না নামুক এই বৃষ্টি
এই পৃথিবীতে
না ভিজুক সবকিছুই আমাদের গানে
না ভোলা সব স্মৃতি পিছুটানের
থাকুক সবকিছুই যেমন ছিল আগে
যেমন ছিল আগে
Lirik lagu lainnya:
- lirik lagu mike gordon - stealing jamaica
- lirik lagu elias dos santos - coragem minh'alma
- lirik lagu who is gavin - how many
- lirik lagu devon gilfillian - travelin' blues
- lirik lagu kenny sebastian feat. when chai met toast - it's not love, it's hanging out
- lirik lagu band-maid® - carry on living
- lirik lagu deviana safara - banyu langit
- lirik lagu iglė - tu mane veiki
- lirik lagu stilo - lo que tu cuerpo necesita
- lirik lagu lil yachty feat. lil pump & offset - baby daddy