lirik lagu subir sen - ogo bandhu sundari
Loading...
ওগো বধূ সুন্দরী, তুমি মধুমঞ্জরী
পুলকিত চম্পার লহো অভিনন্দন
ওগো বধূ সুন্দরী
পর্ণের পাত্রে ফাল্গুনরাত্রে
মুকুলিত মল্লিকা~মাল্যের বন্ধন
ওগো বধূ সুন্দরী
এনেছি বসন্তের অঞ্জলিগন্ধের
পলাশের কুঙ্কুম চাঁদিনির চন্দন
এনেছি বসন্তের অঞ্জলিগন্ধের
পলাশের কুঙ্কুম চাঁদিনির চন্দন
পারুলের হিল্লোল, শিরীষের হিন্দোল
মঞ্জুল বল্লীর বঙ্কিম কঙ্কণ
ওগো বধূ সুন্দরী
উল্লাস~উতরোল বেণুবনকল্লোল
কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন
উল্লাস~উতরোল বেণুবনকল্লোল
কম্পিত কিশলয়ে মলয়ের চুম্বন
তব আঁখিপল্লবে দিয়ো আঁকি বল্লভে
দিয়ো…
গগনের নবনীল স্বপনের অঞ্জন
ওগো বধূ সুন্দরী, তুমি মধুমঞ্জরী
পুলকিত চম্পার লহো অভিনন্দন
ওগো বধূ সুন্দরী
Lirik lagu lainnya:
- lirik lagu chambers of insanity - eye of the storm
- lirik lagu martin garrix - scared to be lonely (demo)
- lirik lagu deveondi - real events
- lirik lagu ずっと真夜中でいいのに (zutomayo) - kettobashita moufu
- lirik lagu alireza dtr - vaghti ke nisti
- lirik lagu scovell - крэкеры (crackers)
- lirik lagu 2nd chapter of acts - spin your light
- lirik lagu das - tired
- lirik lagu richard edwards - the things we will do to each other someday
- lirik lagu niletto - fly 2