lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu subir sen - eto sur ar eto gaan

Loading...

এত সুর আর এত গান
যদি কোনোদিন থেমে যায়
সেইদিন তুমিও তো ওগো
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান

কতদিন আর এ জীবন?
কত আর এ মধু লগন?
কতদিন আর এ জীবন?
কত আর এ মধু লগন?
তবুও তো পেয়েছি তোমায়
তবুও তো পেয়েছি তোমায়
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান

আমি তো গেয়েছি সেই গান
যে গানে দিয়েছি এ প্রাণ
আমি তো গেয়েছি সেই গান
যে গানে দিয়েছি এ প্রাণ
ক্ষতি নেই আজ কিছু আর
ভুলেছি যতকিছু তার
এ জীবনে সবই যে হারায়
এ জীবনে সবই যে হারায়
জানি ভুলে যাবে যে আমায়

এত সুর আর এত গান
যদি কোনোদিন থেমে যায়
সেইদিন তুমিও তো ওগো
জানি ভুলে যাবে যে আমায়
এত সুর আর এত গান
report a problem


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...