lirik lagu subir sen - chander hasir bandh
Loading...
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
উছলে পড়ে আলো
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
পাগল হাওয়া বুঝতে নারে
ডাক পড়েছে কোথায় তারে
পাগল হাওয়া বুঝতে নারে
ডাক পড়েছে কোথায় তারে
ফুলের বনে যার পাশে যায়
তারেই লাগে ভালো
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা
নীল গগনের ললাটখানি চন্দনে আজ মাখা
বাণীবনের হংসমিথুন মেলেছে আজ পাখা
পারিজাতের কেশর নিয়ে ধরায়, শশী, ছড়াও কী এ
পারিজাতের কেশর নিয়ে ধরায়, শশী, ছড়াও কী এ
ইন্দ্রপুরীর কোন রমণী বাসরপ্রদীপ জ্বালো
ও রজনীগন্ধা, তোমার গন্ধসুধা ঢালো
চাঁদের হাসির বাঁধ ভেঙেছে
Lirik lagu lainnya:
- lirik lagu deliverance - save me from...
- lirik lagu avarice in audio - the cassandra complex
- lirik lagu udo jürgens - flieg, flieg in die sonne
- lirik lagu chewed up - plandemic
- lirik lagu aoxi - faísca
- lirik lagu yanina hernández - quiero ser feliz
- lirik lagu les 3 fromages - la ferme
- lirik lagu zaytoven - what now
- lirik lagu cochise - jetzt oder nie - anarchie
- lirik lagu lea - friends r family (aus „sing meinen song, vol. 7“)