lirik lagu subir nandi - paharer kanna dekhe
Loading...
পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝরণা বলো
ওই পাহাড়টা বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ধরতে বুকে এক ফোটা জল
কেউ জানে না কত ব্যথায় মেঘের হৃদয় হলো কাজল
তোমরা দেখো বৃষ্টি নুপূর
দেখোনা, আঘাত ছাড়া মেঘ তো গলে না
ওই কালো মেঘ বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
ফুটতে বনে এক গোছা ফুল
কেউ জানে না কি আগুনে রঙের নেশায় হলো আকুল
তোমরা দেখো মিষ্টি বরণ
দেখোনা, দহন ছাড়া অগ্নি জ্বলে না
ওই ফোটা ফুল বোবা বলেই কিছু বলে না
তোমরা কেন বোঝো না যে
কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না।।
Lirik lagu lainnya:
- lirik lagu foggy hollow bluegrass band - lonesome pines
- lirik lagu saratoga - saliendo de la oscuridad
- lirik lagu wolf parade - mr. startup
- lirik lagu artur katz - besof oto yom
- lirik lagu manitou - por rompernos los huesos
- lirik lagu alonzo - gilera
- lirik lagu aaron carpenter - she know what she doin'
- lirik lagu os arrais - eu acredito
- lirik lagu la pagaille - 07 - dis moi
- lirik lagu greta salome - hear them calling