
lirik lagu subir nandi - ekta chilo shonar konna
[intro]
একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহা রে কী মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
[verse 1]
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
তাহার কথা বলি
তাহার কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
কন্যার চিড়ল~বিরল চুল
তাহার কেশে জবা ফুল
কন্যার চিড়ল~বিরল চুল
তাহার কেশে জবা ফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করলো ভুল
[chorus]
কন্যা, ভুল করিস না
ও কন্যা, ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না
[verse 2]
একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহা রে কী মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
হাত খালি, গলা খালি
কন্যার নাকে নাকফুল
হাত খালি, গলা খালি
কন্যার নাকে নাকফুল
সেই ফুল পানিতে ফেইলা
কন্যা করলো ভুল
[chorus]
কন্যা, ভুল করিস না
ও কন্যা, ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না
[verse 3 – repeat / build]
একটা ছিল সোনার কন্যা, মেঘবরণ কেশ
ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ
দুই চোখে তার আহা রে কী মায়া
নদীর জলে পড়লো কন্যার ছায়া
[chorus]
কন্যা, ভুল করিস না
ও কন্যা, ভুল করিস না
আমি ভুল করা কন্যার লগে কথা বলবো না
[bridge – mood shift]
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
এখন নিজের কথা বলি
নিজের কথা বলতে বলতে নাও দৌড়াইয়া চলি
সবুজবরণ লাউ ডগায় দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি মন আনচান করে
সবুজবরণ লাউ ডগায় দুধসাদা ফুল ধরে
ভুল করা কন্যার লাগি মন আনচান করে
[outro – refrain]
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন আনচান করে
আমার মন—
Lirik lagu lainnya:
- lirik lagu saar (saarverse) - tu
- lirik lagu meta angel - thinkin´about
- lirik lagu 40chriis - walking dead
- lirik lagu pete astor - chevron
- lirik lagu nice hot soups - soupremacy
- lirik lagu ghizela rowe - beachey head by charlotte smith
- lirik lagu catteo - feelings
- lirik lagu taha (deu) & sido - punk is dad
- lirik lagu nomfundo yekani - onjengami
- lirik lagu sam barber - dust and smoke