![lirik.web.id](https://lirik.web.id/tema/logo.png)
lirik lagu stoic bliss - sample this
Loading...
[verse 1]
চলে যাবো বহু দূরে
খুঁজেও পাবে না আমায়
শূন্য রবে পৃথিবী তোমার
থেকো আমার এ অপেক্ষায়
[chorus]
রেখেছিলাম তোমায় হৃদয়ের মাঝে
আর কাঁদিয়ে চলে গেলে
নিস্তব্ধ পৃথিবীর উগ্র শাসনে
আমায় তুমি সঁপে দিলে
[verse 2]
পাবে না আজ এই মনে তোমার স্মৃতি
সবকিছু মুছে গেছে
ক্ষিপ্ত মস্তিষ্কের নতুন অঙ্গিকার
তোমায় মনে না
তোমায় মনে না
তোমায় মনে না দেখে
[verse 3]
বাঁধা নেই আজ কোনো
যেতে হলে চলে যাবো
ছিঁড়ে ফেলো সব ছবি
সব স্মৃতি ভুলে যেয়ো
আর পাবে না আমায় ফিরে কখনো
নীল জোছনায় বসে আমার ছবি আঁকো
[bridge]
রেখেছিলাম আমিও তোমায় সাজিয়ে বুকের মাঝে
দেখো আজ কতো ব্যাবধান আমাদের এই পথে
[chorus]
রেখেছিলাম তোমায় হৃদয়ের মাঝে
আর কাঁদিয়ে চলে গেলে
নিস্তব্ধ পৃথিবীর উগ্র শাসনে
আমায় তুমি সঁপে দিলে
Lirik lagu lainnya:
- lirik lagu racquelle "rahky" anteola - how does it feel
- lirik lagu ducati james - the caliphate
- lirik lagu jeans for jesus - nothin'
- lirik lagu emily axford - is this love or mass extinction
- lirik lagu coli benz - straight outta poverty
- lirik lagu thxuzz - pink floyd mayweather
- lirik lagu honor - droga bez odwrotu
- lirik lagu mesus - guest (nick cannon x lord jamar x dj vlad diss)
- lirik lagu tommy flee feat. gino mondana - biblical
- lirik lagu bee da unique - solitude