lirik lagu srikanto acharya - tumi rabe nirabe hridoye momo
Loading...
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড়, নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে।
মম জীবন যৌবন,
মম অখিল ভুবন,
তুমি ভরিবে গৌরবে,
নিশীথিনী-সম।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
জাগিবে একাকী তব করুণ আঁখি,
তব অঞ্চল ছায়া মোরে রহিবে ঢাকি।
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
মম দুঃখবেদন,
মম সফল স্বপন,
তুমি ভরিবে সৌরভে,
নিশীথিনী সম।
তুমি রবে নীরবে,
হৃদয়ে মম,
তুমি রবে নীরবে,
নিবিড় নিভৃত,
পূর্ণিমা নিশীথিনী সম,
তুমি রবে নীরবে॥
Lirik lagu lainnya:
- lirik lagu austin manifold - go pro
- lirik lagu c allstar - 此刻無價
- lirik lagu besphrenz - undertow
- lirik lagu turnover - butterfly dream
- lirik lagu primeira classe - anjo
- lirik lagu nobel - kertas dan api
- lirik lagu chloé - tout doucement
- lirik lagu mama kunk - liberar
- lirik lagu leo robinson - sony
- lirik lagu jaspa - löwenzahn (benzon diss)