lirik.web.id
a b c d e f g h i j k l m n o p q r s t u v w x y z 0 1 2 3 4 5 6 7 8 9 #

lirik lagu srikanto acharya - chokkhe aamar trishna

Loading...

চক্ষে আমার তৃষ্ণা,
ওগো তৃষ্ণা
আমার বক্ষ জুড়ে ।
চক্ষে আমার তৃষ্ণা,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
সন্তাপে প্রাণ যায়, যায় যে পুড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা
ঝড় উঠেছে তপ্ত হাওয়ায়, হাওয়াত
মনকে সুদূর শূন্যে ধাওয়ায়—
অবগুণ্ঠন যায় যে উড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা,
যে-ফুল কানন করত আলো
কালো হয়ে সে শুকাল ।
কালো হয়ে সে শুকাল, হায়
ঝরনারে কে দিল বাধা—
নিষ্ঠুর পাষাণে বাঁধা
দুঃখের শিখরচূড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা,
ওগো তৃষ্ণা
আমার বক্ষ জুড়ে ।
চক্ষে আমার তৃষ্ণা,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
আমি বৃষ্টিবিহীন বৈশাখী দিন,
সন্তাপে প্রাণ যায়, যায় যে পুড়ে ॥
চক্ষে আমার তৃষ্ণা।।


Lirik lagu lainnya:

LIRIK YANG LAGI HITS MINGGU INI

Loading...